1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২২০ পাঠক

নরসিংদীর রায়পুরায় ইজিবাইক (অটো) নিয়ে অরক্ষিত রেলক্রসিং পারাপার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টার পর রায়পুরা উড়পজেলার খানাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইজিবাইকচালক আমানুল্লাহ (২৫) ওই উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত: আবদুল রশীদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় আমানুল্লাহ তাঁর ইজিবাইটিতে ধান ভানার মেশিন নিয়ে রেলক্রসিংটি পার হচ্ছিলেন। অসাবধানতায় ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। এতে ব্যাটারিচালিত ওই ইজিবাইক ও ধান ভানার মেশিনটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আমানুল্লাহকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপর কিছুক্ষণ থেমে থাকার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে। এদিকে তাঁর লাশ আর হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই ইজিবাইকে শুধু চালক ছিলেন। ওই চালক যখন তাঁর ইজিবাইক নিয়ে রেলক্রসিংটি পার হচ্ছিলেন, তখনই উপকূল এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে ইজিবাইকসহ ছুটে চলে। পরে খানাবাড়ি স্টেশন পার হয়ে প্রায় এক কিলোমিটার দূরে যাওয়ার পর ট্রেনটি থামে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে ইজিবাইক (অটো) কে টেনে নিয়ে গেলে চালকের মৃত্যু হয়। আমানুল্লাহর লাশ তাঁর বাড়িতে নিয়ে গেছেন পরিবারের লোকজন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD