সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সব সময়ই সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমি এর আগে যখন ২০১১সালের সিটি নির্বাচনে বিদ্রোহী হয়ে নির্বাচন করেছিলাম, তখনো বলেছি এখনো বলি, আমার জোরালো দাবী ছিলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের।
বুধবার বিকালে শহরের দেওভোগস্থ নিজ বাড়ীতে সাংবাদিকদের সাথে আলাপকালে আইভী এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পূর্বেও মার্কা ছিলনা, কিন্তু দল সমর্থীত প্রার্থী থাকতে পারে। সেই ক্ষেত্রে তার (বিএনপি প্রার্থীর) কি কৌশল তা আমার জানার কথা না। তবে প্রতিক মূখ্য বিষয় নয়, ব্যক্তি ইমেজের একটা ব্যপার আছে। দেখা যাক কী হয়। আমি সরকার দলের হয়ে তৃতীয় বারের মত নির্বাচন করছি। পৃথিবীর সব জায়গায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। ভুল ত্রুটি যা আছে তা আস্তে আস্তে ঠিক হবে। এবার ইভিএম নির্বাচনকে আমি স্বাগত জানাচ্ছি।