মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়।
এ শোভাযাত্রায় অংশনেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।