মুক্তি যোদ্ধা
রক্ত থাকতে ছিনিয়ে নিতে চেয়েছিল ওরা জয়,
আমরা তোমার সাহসী ছেলে পাইনা ওদের ভয়।
ভাইয়ের রক্তে রঙিন হল এই যে সোনার দেশটা,
মৃত্যু পথে দেখিনাই ভয় দেখেছি হাসি মুখটা।
ভয় নেই মা আমার তোমার দামাল মুক্তিযোদ্ধা,
মারবো-মরবো স্বাধীন করবো প্রানের প্রিয় দেশটা।