নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান শপথবাক্য পাঠ করান।
জানা গেছে, দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর নরসিংদী সদরের ২টি এবং রায়পুরা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হয়। মোট ১২টি ইউনিয়নের মধ্যে রয়েছে সদরের আলোকবালী ও চরদীঘলদী, রায়পুরার বাঁশগাড়ী, শ্রীনগর, পাড়াতলী, চরমধুয়া, আমিরগঞ্জ, হাইরমারা, মির্জারচর, মির্জানগর, নিলক্ষা ও চরসুবুদ্ধি। এতে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। মোট ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে বিজয়ী চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়। গেজেট প্রকাশিত হওয়ার পর বাকী দুই ইউনিয়ন নিলক্ষা ও চরসুবুদ্ধির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শপথবাক্য পাঠ করানোর সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় তাঁদের দায়িত্ব ও প্রয়োজনীয় আইন ও বিধান সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারি রাজস্ব আদায়, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জনগণের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে কাজ করার জন্য আহবান জানান।