নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ছনপাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় নিহতের লাশ উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। তবে এখনো তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ কাঁচপুর হাইওয়ে পুলিশের থানায় রাখা হয়েছে।