নরসিংদীর রায়পুরা পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. জামাল মোল্লা পুনরায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন। জামাল মোল্লা মোবাইল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ৮০৪। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলম শাহীন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২৬১। নারকেল গাছ প্রতীকে আব্দুল কুদ্দুস ৪ হাজার ৭৭২, জগ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন ১ হাজার ৬৯ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী শামীম মোল্লা (হাতপাখা) পেয়েছেন ৩৯০ ভোট।
রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন। এর আগে সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
নবনির্বাচিত মেয়র জামাল মোল্লা রায়পুরা পৌরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত পাচঁ বছর পৌরসভার যে উন্নয়ন করেছি জনগন তার পক্ষে রায় দিয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
এর আগে ২০১৬ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে প্রথম মেয়র নির্বাচিত হন জামাল মোল্লা। এই কারণে একই বছর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি।