অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চতুর্থ ধাপের নির্বাচনে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বিকেল ৪টায় নির্বাচন সম্পর্ণ হয়েছে।
২৬ ডিসেম্বর সকাল থেকে ভোটারগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন চলাকালীন সময় কোন ভোট কেন্দ্রে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা যায়,এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বর্তমান দুইবারের চেয়ারম্যান নৌকা প্রতীক এবং সতন্ত্র প্রার্থী একে,এম ফাইজুল হক ডালিম আনারস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী
কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল:
কদমিরচর নৌকা ২১ আনারস ২২২৮,
পূর্বকান্দী নৌকা ৩৯১, আনরস ৯০০,
মধ্যারচর নৌকা ৫৩৪ আনারস ১০৩৭
রাধানগর নৌকা ৫০২আনারস ৮৩২
ইজারকান্দী নৌকা ৪৪৫ আনারস ১৩৭১
ঝাউকান্দী নৌকা ২৯৮ আনারস ১৩০০ কালাপাহাড়িয়া নৌকা ৮৮১আনারস ১০২৫
হাজিরটেক নৌকা ৭৪১ আনারস ৮৫১
খালিয়ারচর নৌকা ৩৬৪৫ আনারস ৫
সর্বমোট নৌকা ৭৪৫৮ আনারস ৯৫৪৯
আনারস বেশী পেয়েছে ২০৯১ ভোট।
আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ কে এম ফাইজুল হক ডালিম বিজয়ী হয়েছেন।