1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ দ্বারা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ পাঠক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে।

কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবলাররা মারিয়া মান্ডার নেতৃত্বে বিজয়ের মাসে দারুণ এক জয় উপহার দিয়েছেন। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছেন তারা।

ফুটবলের দুর্দিনে সফলতা এল মেয়েদের হাত ধরেই। ছেলেদের ফুটবলে ছিল চারদিকেই হতাশা। একের পর এক টুর্নামেন্টে জামাল ভূঁইয়ারা ব্যর্থ হচ্ছিলেন। সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জয় দূরে থাক, ফাইনালটাই খেলতে পারছেন না দীর্ঘদিন ধরে। এরই মধ্যে এলো মেয়েদের সফলতা। পুরো জাতি এই নিয়ে উৎসব করেছে। হাজার হাজার দর্শক স্টেডিয়ামের গ্যালারিতে এসে মারিয়াদের জয় উদযাপন করেছেন। প্রসংশার বন্যায় ভাসছেন মেয়েরা। এবার দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিতে যাচ্ছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামীকাল বৃহস্পতিবার মহাআড়ম্বরে চ্যাম্পিয়নদের বরণ করা হবে। ছেলেদের ফুটবলে ব্যর্থতার মিছিলে মেয়েরা আশার আলো জ্বালিয়ে দিয়েছেন। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে তারা শ্রীলঙ্কার জালে দিয়েছেন ১২ গোল। ৬ গোল দিয়েছেন ভুটানের জালে। ভারতকে গ্রুপ পর্বের পাশাপাশি হারিয়েছেন ফাইনালে। দুই ম্যাচেই ব্যবধান ছিল ১-০। বিজয়ের মাসে দারুণ এ জয় পুরো জাতিকেই উপহার দিয়েছে দারুণ এক গৌরব। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন শাহেদা আক্তার রিপা।

নতুন নয় নারী ফুটবলে সাফল্য। এর আগে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আট শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে বাংলাদেশ নারী ফুটবলারদের।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD