প্রতিযোগিতার এই যুগে ব্যক্তিগত জীবন ও কর্মজীবন একসঙ্গে সামলাতে হিমশিম খেতে হয় সবাইকে। বাইরের কাজে সক্রিয় থেকে ঘরের সব কাজের সঙ্গে কাপড় ধুয়ে শুকানো, ইস্ত্রি করা পুরো কাজটি দিন দিন ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে এবং যা সময়সাপেক্ষও বটে। যদিও বাজারে লন্ড্রি দোকানের অভাব নেই। কিন্তু তাতে ব্যবহারিক পণ্যের মান নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ এবং আস্থার অভাব রয়েছে। সঙ্গে কাপড় আনা-নেয়ার কাজ করতে হয় ভোক্তাকেই।
আর এ ঝামেলাকে সহজ করতে নতুন শো-রুম উদ্বোধন করলেন ইজি-ওয়াশ। মাধবদীর কাশিপুরে আজ শুক্রবার ৩য় শো-রুম উদ্বোধন করা হয়। শো-রুম উদ্বোধন করেন মাধবদীর পৌর মেয়র হাজী মোশাররফ প্রধান মানিক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হায়দার আলী, ইজি ওয়াশের স্বাধিকারী আরিফুল ইসলাম, পরিচালক নিলয়, সাকিব প্রমুখ।
এ সময় মেয়র বলেন, মাধবদী পৌর শহর আধুনিকতার ছোয়ার আরেক বহিঃপ্রকাশ ইজি ওয়াশ লন্ডী সার্ভিস। এ সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি সাধন করার আশা ব্যক্ত করেন।