বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে ‘সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এর পর্দা উঠছে সোমবার (৩ জানুয়ারি)।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সভাপতিত্ব করবেন মঞ্চসারথি আতাউর রহমান।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে উৎসবে প্রদর্শিত হবে মো. সেলিম খান পরিচালিত ও প্রযোজিত ‘আগস্ট ১৯৭৫’।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উৎসবটির পর্দা নামবে। সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। সভাপতিত্ব করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়।
এছাড়া মঙ্গলবার (৪ জানুয়ারি) ও বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের ৪টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বুধবার সহজ পাঠ স্কুলে ‘কিডস ডে’, চলচ্চিত্র প্রদর্শনী এবং মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে।