বলিউড বাদশা শাহরুখ খানের মতো দেখতে এক যুবক কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। এবার আরও একজনের সন্ধান মিললো। তিনিও দেখতে অবিকল কিং খানের মতোই।
তবে এবার আর পুরুষ নন, দেখতে প্রায় শাহরুখের মতো এমন নারীর খোঁজ পাওয়া গেল। ওই নারীর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখের বেশে দেখা গেছে ওই নারীকে।
অবিকল শাহরুখের মতো দেখতে তাও আবার নারী! বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। পরে জানা যায়, ভিডিওটির আসল রহস্য।
জানা গেছে, ভিডিওতে যা উঠে এসেছে সেটি পুরোটাই মেকআপের কারসাজি। যে মেয়েটিকে দেখা গেছে তার নাম দীক্ষিতা। যিনি পেশায় একজন মেকআপ আটিস্ট। তাই মেকআপ করেই কিছু সময়ের জন্য নিজের মুখে শাহরুখের বেশ ধরেছিলেন তিনি।
দীক্ষিতা এই বিষয়টি ভিডিও করে শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো চমকে গেছেন শাহরুখের ভক্তরা। তবে দীক্ষিতার এমন কর্মদক্ষতা বেশ প্রশংসিত হচ্ছে মানুষের কাছে।