নরসিংদীর মাধবদীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাতে মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৭৪ পাউন্ড কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করেন ছাত্রলীগকর্মীরা। ওই ইউনিয়নের শেখেরচর মাজার বাসস্ট্যান্ডস্থ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান।
অনুষ্ঠান উদ্বোধন করেন মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, প্রধান বক্তা ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চরদিগলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন।
মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল।