বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
রাজশাহী মেডিকেল কলেজের ২৫ তম ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। “ঐতিহ্য ও গৌরবে-আমরা একসাথে”, এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী মাধবদীর হেরিটেজ রিসোর্টে বৃহস্পতিবার ৬ষ্ট বারের মত একত্রিত হয়েছে ডাক্তারদের এই সংগঠন।
১৯৮৯ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ১ম মিলিত হয়েছিল ২০১৪ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছে।
সর্বশেষ বৃহস্পতিবার স্বপরিবারে আসা সংগঠনের সদস্যরা দিনটি উদযাপিত করেছে নানা আয়োজনে।
অনুষ্ঠানের আহ্বায়ক ডাক্তার অসীম কুমার ঘোষ ও সদস্য সচিব ডাঃ মোঃ আঃ হালিমের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ডাঃ শাহীদ হোসেন, ডাঃ আসলাম হোসেন, ডাঃ তাসু, ডাঃ রতন, ডাঃ খাজা সাজেদ আনোয়ার, ডাঃ ইসমাত আরা বেবি, ডাঃ সেলিনা আক্তার, ডাঃ রতন কুমার সাহা, ডাঃ ইতি সাহা, ডাঃ সনেট, ডাঃ শহিদুল, ডাঃ টিপু, ডাঃ তাসু, ডাঃ বাদশাহ, ডাঃ আফজাল, ডাঃ কাজল, ডাঃ আঃ কাদের, ডাঃ রায়হান, ডাঃ উমামসহ আরো অনেকে।