1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় ২ পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩০১ পাঠক

রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজার মোড়ে মেঘলা পরিবহনের বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, অন্যান্য দিনের তুলনায় শনিবার কাপ্তানবাজার এলাকায় লোকসমাগম বেশি ছিল। ভোরে কাপ্তানবাজারের কসাইপট্টিতে আগুনে পুড়ে যাওয়া দোকানপাট দেখতে ভিড় করেছিলেন অনেকে।

সকাল ৯টার দিকে কাপ্তানবাজার মোড়ে কয়েকজন দাঁড়িয়েছিলেন। এ সময় ব্রেক ফেল করা মেঘলা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন অন্তত ১০ জন।

ব্রেক ফেল করায় বাসটি ফ্লাইওভারের সিঁড়ির পাশে ঘষা লাগতে লাগতে চলে আসে। বাসটির গতি দেখে দাঁড়িয়ে থাকা অনেকে দ্রুত সরে যেতে সক্ষম হলেও ১০ জন বাসটির সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন বাকিরা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD