নরসিংদীর পলাশে ভুয়া এমবি.বিএস চিকিৎসক আটক করা হয়। এসময় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমান অাদালত। রোববার (০৯ জানুয়ারী) দুপুরে পলাশ বাসস্ট্যান্ডে এক প্রাইভেট চেম্বারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ সাকিকুর রহমান আকন্দ সহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।