বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (৫০) সবাইকে কাদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এর আগে গত ১ জানুয়ারি বেলাব উপজেলার ভাটেরচর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।