নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আজ যে খেলা হয়েছে চলছে এবং চলবে, প্রার্থীকে নয় প্রতীককে ভোট দিয়েছি। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মাঠে ভোট দিতে এসে নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।
এ সময় শামীম ওসমান বলেন, আমি সব সময় নৌকার প্রতীকের সমর্থক। কোন ব্যক্তির সমর্থক নয়। প্রতীককে পছন্দ করি এজন্য প্রতীকে ভোট দিয়ে থাকি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, অনেক ব্যক্তির সঙ্গে আমার ঝামেলা থাকতেই পারে অনেকে আমাকে পছন্দ না করতে পারে, কিন্তু প্রতীকের সঙ্গে আমার কোন ঝামেলা নাই। প্রতীক কে পছন্দ করি এজন্য আজীবন প্রতীকের হয়েই কাজ করে যাচ্ছি।
মেয়র প্রার্থী আইভি কি আপনার কাছে ভোট পেয়েছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আমার কাছে ভোট চাই বা না চাই সে জানি আমি (নৌকার প্রতীকে) তাকেই ভোট দিবো এজন্য হয়তো সে আমার কাছে ভোট চায়নি।