1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো: নুর আলম | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩০২ পাঠক

নরসিংদীতে মাধবদী থানা পুলিশের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সৈয়দুজ্জামান এর তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক খেটে খাওয়া শীতার্ত মানুষ সারি ভাবে দাড়িয়ে এ কম্বল গ্রহণ করছেন। এসময় নতুন কম্বল হাতে পেয়ে তাদের ব্যপক খুশি লক্ষ্য করা গেছে।

শীতার্ত মানুষ গুলো কম্বল পেয়ে বলেন, এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরিব মানুষ ভালো জানে। পুলিশের পক্ষ থেকে এ উপহার দেয়ার পুলিশের ভূয়সী প্রশংসা করেন তারা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সৈয়দুজ্জামান জানান, বিজ্ঞ পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম,পিপিএম মহোদয় স্যারের নির্দেশে পুলিশিং কার্যক্রমকে যেমন আধুনিক করতে কাজ করে যাচ্ছে মাধবদী থানা পুলিশ। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় পাশাপাশি দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সাব-ইন্সপেক্টর তারভীর আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-এমএনএ/কেএস



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD