1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নাসিকে কাউন্সিলর পদে জিতলেন যারা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ পাঠক

টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মাকসুদা মোজাফফর (১, ২ ও ৩) মনোয়ারা বেগম (৪, ৫ ও ৬), আয়েশা আক্তার দিনা (৭, ৮ ও ৯) মিনোয়ারা বেগম (১০, ১১ ও ১২), শারমিন হাবিব বিন্নি (১৩, ১৪ ও ১৫), আফসানা আফরোজ বিভা (১৬, ১৭ ও ১৮), শিউলী নওশাদ (১৯, ২০ ও ২১), শাওন অংকন (২২, ২৩ ও ২৪), সানজিদা আক্তার (২৫, ২৬ ও ২৭)।

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাই নূরউদ্দিন মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিন পুত্র মোহাম্মদ সাদরীল, ৬ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রিপন, ৮ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন রুহুল আমিন, ৯ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইস্রাফিল প্রধান, ১০ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইফতেখারুল ইসলাম খোকন, ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অহিদুর রহমান ছক্কু, ১২ নম্বর ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন শওকত হাসেম শকু, ১৩ নম্বর ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন করোনা হিরো এবং স্বতন্ত্র মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির, ১৫ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন অসিত বরন বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রিয়াদ হাসান, ১৭ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন আবদুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান মুন্না, ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান চৌধুরী, ২০ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহেনশাহ আহমেদ, ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো. শাহিন মিয়া, ২২ নম্বর ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবুল কাউছার আশা, ২৪ নম্বর ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মো. সামছুদ্দোহা, ২৭ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।

এদিকে কাউন্সিলর নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে। কয়েকটি ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD