1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

গুজব প্রতিরোধ ও আইপিটিভি বন্ধে ডিসিদের নির্দেশ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১২৯ পাঠক

সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ এবং আইপিটিভি ও ইউটিউবে সংবাদ প্রচার না করার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদের চেনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারে না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।’

তিনি বলেন, ‘ক্লিনফিড বাস্তবায়নে ডিসিরা যেভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, এ জন্য তাদের ধন্যবাদ। এখনও তাদের এ ব্যাপারে নজর রাখতে হবে। যারা ক্যাবল নেটওয়ার্ক প্রচার করেন, তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো অনুষ্ঠান প্রচার না করেন; সে ব্যাপারে সজাগ থাকতে হবে জেলা প্রশাসকদের।’

করোনার সংক্রমণের কারণে এবার ডিসি সম্মেলনের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এরপর রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার ভার্চ্যুয়ালি ডিসি সম্মেলনে যুক্ত হন। আজ (বৃহস্পতিবার) এ সম্মেলন শেষ হচ্ছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD