1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে বেপরোয়া ট্রাক-বাসের সংঘর্ষে চালক ও হেলপার আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ পাঠক

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কুন্দারপাড়ায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মালবাহী ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে উড়ে গেছে কাশফুল পরিবহন নামে বাসের এক তৃতীয়াংশ। এতে মিনি বাসের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে এ ঘটনার খবর শুনে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন শিবপুর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার। পরে তাৎক্ষণিক যান চলাচল স্বাভাবিক করেন হাইওয়ে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকায় নরসিংদীগামী কাশফুল পরিবহনের মিনি বাসটির সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বেপরোয়া মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাশফুল পরিবহনের বাসটির এক তৃতীয়াংশ উড়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসিম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজন কিশোর ও একজন যুবককে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। এর মাঝে হৃদয় নামের একজনের ডান পা ভেঙে গেছে, অপর জনের মাথায় সেলাই করা হয়েছে।
আহত ব্যক্তিদের খোঁজ নিয়ে জানা যায়, হৃদয় সাহা (২২) মিনি বাসের। তিনি নরসিংদী পৌর শহরের শিবভাগ মহল্লার নারায়ণ সাহার ছেলে। অপরজন হেলপার কিশোর নয়ন (১৪) পৌর শহরের শালিধা এলাকার মানিক মিয়ার ছেলে।
আহত হেলপার নয়ন জানান, “১৩জন যাত্রী নিয়ে কুন্দারপাড়া বাসস্ট্যান্ড থেকে নরসিংদীর ভেলানগর আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। এতে সম্পূর্ণ দোষ ট্রাকের। আমাদের বাস এক পাশে থাকায় আল্লাহর মতে সবাই বেঁচে গেছি”।

এদিকে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর জানান, নরসিংদীতে অধিকাংশ মিনিবাস পুরনো হয়ে গেছে। যাত্রীদের সেবার মান বাড়ানোর জন্য সম্প্রতি একাধিক মালিকেদের কাশফুল নামে নতুন ৮টি মিনি বাস চালু করা হয়েছে। বাস গুলোতে রয়েছে লাইসেন্স ধারী দক্ষ চালক। এ দুর্ঘটনায় মিনি বাস মালিকের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আহতদের মালিক সমিতির পক্ষ থেকে খোঁজ রাখা হচ্ছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD