1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

জুয়া খেলতে বাধা দেয়ায় স্ত্রীকে ‘পিটিয়ে হত্যা’

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৬ পাঠক

নরসিংদীর মাধবদীতে জমি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটার পাশের জমি থেকে বুধবার( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৃহবধূ আছিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত স্বজনদের অভিযোগ, জুয়া খেলতে বাধা দেয়ায় আছিয়াকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী ফজর আলী। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফেরেন আছিয়া। বাড়ি ফেরার পর জুয়া খেলাকে কেন্দ্র করে স্বামী ফজর আলীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে উত্তেজিত হয়ে তাকে মারপিট শুরু করেন স্বামী। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই আছিয়ার মৃত্যু হয়। পরে গভীর রাতে মরদেহ উপজেলার বালুসাইর এলাকার পরিত্যক্ত একটি ইটভাটার পাশের জমিতে ফেলে যান ফজর আলী।

নিহতের ছেলে রাজিব বলেন, ‘রাতে মা-বাবার মধ্যে ঝগড়া হয়। তখন রড দিয়ে মাকে পিটিয়ে মারে। এ সময় বাধা দিতে গেলে আমাদেরও মারতে আসে বাবা।’

পরিবারের বরাতে ওসি সৈয়দুজ্জামান বলেন, ‘আছিয়ার স্বামী ফজর আলী কোনো কাজকর্ম করতেন না। সারা দিন জুয়ার আড্ডায় মেতে থাকতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। ‘প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ফজর আলী পলাতক।’

তিনি আরও বলেন, ‘ইটভাটার পাশে মরদেহ দেখতে পেয়ে সকাল ১০টার দিকে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD