1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর ১৬ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২২ পাঠক

মুজিব বর্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশ ব্যাপী মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০২২ প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী ফজিলাতুননেছা ইন্দিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো: আনোয়ার হোসেন হাওলাদার। এরই অংশ হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে নরসিংদীতে ১৬ জন মহিলা মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মহিলা মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, ৭১-এর সেক্টর কমান্ডার ফোরাম নরসিংদী জেলার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: হুমায়ূন কবির শাহ্, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সম্মাননা প্রাপ্ত ১৬ জন মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেনঃ
নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া গ্রামের আব্দুল হামিদ ভূইয়া কন্যা মোসা: সামসুন নাহার বেগম, আলগী গ্রামের হাজী আবদুর রহমান গাজীর কন্যা শরিফুন নেছা হাকিম, মনোহরপুর গ্রামের আব্দুল খালেক ভূইয়ার কন্যা দিলরুবা বেগম, বাঘহাটা গ্রামের আবু ছিদ্দিক ভূইয়া কন্যা রওশন আরা বেগম, রাজাদি গ্রামের শৈলেন্দ্র চন্দ্র দাসের কন্যা প্রীতিকনা দাস, পলাশ উপজেলার শান্তানপাড়া গ্রামের তনজু মিয়ার কন্যা রেজিয়া বেগম, জিনারদী গ্রামের প্রয়াত সাবেক এমপি বিজয় ভূষণ চ্যাটার্জির কন্যা মনিকা বাগচী, পারুলিয়া গ্রামের গাজী মো: নুরুল হকের কন্যা নসিবুন আহমেদ, বড়িবাড়ি গ্রামের যোগেন্দ্র দে-এর কন্যা অঞ্জলী দে সরকার, বেলাব উপজেলার দড়িকান্দী গ্রামের সিরাজুল হক ভূইয়ার কন্যা কোহিনুর বেগম, বেলাব গ্রামের আবদুল হাই এর কন্যা হাসনা হেনা, ভাটেরচর গ্রামের আম্বর আলীর কন্যা আয়েশা হক, রায়পুরা উপজেলার নবুয়ারচর গ্রামের আ: আজীজের কন্যা হাজেরা খাতুন, মনোহরাবাদ গ্রামের জজ মিয়ার কন্যা হাছিনা আক্তার খাতুন, আদিয়াবাদ গ্রামের আব্দুল আজিজ মিয়ার কন্যা খোদেজা খাতুন, শিবপুর উপজেলার নৌকাঘাটা গ্রামের মহেশ চন্দ্র রায়ের কন্যা অঞ্জলি দে সরকার।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD