আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময় হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আমরা কিন্তু একটা সম্ভাব্য সময় বলেছি, সেটা হলো বছরের মাঝামাঝি। জুন থেকে আগস্ট এর মধ্যে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। এটা তো আসলে অনেক কিছুর উপরে নির্ভর করবে।
তিনি বলেন, আমরা তো সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলেই দিয়েছি। সংক্ষিপ্ত সিলেবাসেই তাদের পড়াশুনাটা হচ্ছে। কিন্তু আমরা নির্ধারিত কম বিষয়ের উপর পরীক্ষা নেব কি না সেটা পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারব।