1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

কক্সবাজার সৈকতে ভেসে আসছে প্রচুর মরা মাছ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩২২ পাঠক

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে প্রচুর মরা মাছ। সমুদ্রের সুগন্ধা পয়েন্ট থেকে হিমছড়ির দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সৈকতে এসব মাছ জোয়ারের পানিতে ভেসে আসছে। শনিবার (১৯ মার্চ) বিকাল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হিমছড়ির দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত মাছ ভেসে আসতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। মাছগুলো দেখতে সৈকতে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা এসব মাছ কুড়িয়ে নিচ্ছেন। সেভ দ্য নেচার অব বাংলাদেশ চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ বলেন, সমুদ্রসৈকতে এই প্রথম এভাবে মৃত মাছ ভেসে আসতে দেখা গেলো। হয়তো সাগরে মাছ ধরার কোনো ট্রলার থেকে এসব মাছ পড়ে গিয়ে সৈকতে ভেসে। মাছের পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

বিচ কর্মী শেখ মুনির হোসেন জানান, সমুদ্রে ঢেউয়ের সঙ্গে হঠাৎ বিপুল পরিমাণ ছোট মরা মাছ ভেসে আসে। ভেসে আসার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম হয়। সমুদ্র পরিষ্কার রাখতে এসব মাছ কুড়িয়ে নিয়ে নিরাপদে রাখার কাজ করছেন সৈকতের পরিচ্ছন্নতা কর্মীরা।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম বলেন, সমুদ্রসৈকতে প্রচুর মৃত মাছ ভেসে আসতে দেখা যায়। কেন এমন হলো তা বুঝতে পারছি না। সমুদ্র তীরে আমার বসবাস দীর্ঘদিনের, জীবনে প্রথম সৈকতে এভাবে মাছ ভেসে আসতে দেখলাম।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, ঢেউয়ের সঙ্গে মরা মাছ ভেসে আসার খবর শুনেছি। এই মাছগুলো কোথা থেকে এসেছে, সেটা এখনই বলা যাচ্ছে না।

এর আগে ২০২১ সালে কক্সবাজার সৈকতে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমিসহ কয়েক হাজার টন বর্জ্য।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD