1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পরিবেশ রক্ষায় নরসিংদী জেলা প্রশাসনের অভিযান: বিভিন্ন শিল্পকারখানাকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৪০ পাঠক

পরিবেশ রক্ষায় নরসিংদীর বিভিন্ন শিল্পকারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ ২৮ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতবেক এ অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময়ে নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় কয়েকটি টেক্সটাইল কারখানায় পরিবেশ দুষণের প্রমাণ সাপেক্ষে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়।

এরমধ্যে বি. এল. এ্যাপারেলস-কে ই.টি.পি. (Effluent Treatment Plant) ব্যবহার না করে কারাখানার দূষিত বর্জ্য সরাসরি নদীতে ফেলে দিয়ে পরিবেশকে দূষণ করার দায়ে এক লক্ষ (১০০,০০০/-) টাকা অর্থদণ্ড এবং একই এলাকার মাসকো এক্সপোর্টস-কে পঞ্চাশ হাজার (৫০,০০০/-)টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী এর সহকারী পরিচালক মো.শরিফুল হক এবং জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানাযায়, ই.টি.পি. ব্যবহার না করে কারাখানার দূষিত বর্জ্য সরাসরি ফেলে দিয়ে পরিবেশকে দূষণ করার প্রতিবাদে স্থানীয় স্বেচ্ছাসেবা কর্মী হাজি মোঃ রোমান, বাবুল মল্লিক, সুমাইয়া সুমি, সাউদ মামুনের নেতৃত্বে কয়েকশত লোকের উপস্থিতিতে সম্প্রতি মানবন্ধন করা হয়। এরপ্রেক্ষিতে জেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD