দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নরসিংদীর এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কেপটাউনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৬ বছরের যুবক বিপ্লব হোসেনের বাড়ি নরসিংদী সদরের মহিষাশুড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস ছাত্তার মিয়া।
নিহতের স্বজনরা জানান, কেপটাউনের আর-৩শ ফিট সড়কে শুক্রবার (৮ এপ্রিল) সকালে বিপ্লবের প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়। তবে ঠিক কিভাবে এ দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বিপ্লব গুরুতর আহত হন। পরে সেখানে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের মুখে হাসি ফোটাতে তিন বছর আগে বিদেশে পাড়ি জমান বিপ্লব। তার মৃত্যুর খবরে পরিবারে শোকে মাতম চলছে। বন্ধু মহলেও নেমে এসেছে শোকের ছায়া। বিপ্লবের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।