1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন,-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪১৪ পাঠক

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস এক্সপ্রেস ট্রেনের নিচে সকালে কাটা পড়ে তারা। এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেল স্টেশনের পুলিশ পরিদর্শক ইমায়েদুল জাহেদি। নিহতরা হলো, রায়পুরা থানার পলাশতলি ইউনিয়নের শাহাপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে জুবায়েদ মিয়া ও আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর কান্দাপাড়া গ্রামের কাউছার আহমেদের ছেলে সিয়াম আহমেদ আতিকুল।

প্রত্যক্ষদর্শীর বরাত পুলিশ পরিদর্শক ইমায়েদুল বলেন, সকালে ৭টা দিকে রায়পুরার পলাশতলি ইউনিয়নের শাহাপুর এলাকায় রেল লাইনের ওপর দাঁড়িয়ে ওই দুই শিশু আরেকটি লাইনে দিয়ে যাওয়া চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন দেখছিল। তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস এক্সপ্রেস ট্রেন হর্ণ দিলেও তারা খেয়াল করেনি। এ সময় দুজনেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। সিয়াম মাদ্রাসায় লেখাপড়া করত ও জুবায়েদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তিনি জানান, তারা দুজনই বাড়ি থেকে রেল লাইনে ঘুরতে আসেন। নিহতের মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD