নরসিংদীর মাদবদীতে শতাধিক দুস্থ মানুষকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখা ও নরসিংদী আঞ্চলিক শাখা।
শুক্রবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি মো. মাছুম মিয়ার সৌজন্যে তেল, চিনি, দুধ, সেমাই, সাবান, ডাউল, চাউল, পিয়াজ সহ বিভিন্ন ঈদ সামগ্রী করেন।
মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মিতালী মার্কেটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশেষ প্রতিনিধি মোঃ মাসুম মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্তঃজেলা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আবুল বাশার মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনসুর আলী সরকার, সদস্য মোঃ আওলাদ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ কবির হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুল কাদির ভুইয়া,যুগ্ন সাধারণ সম্পাদক আশ্রাফ নুরী প্রমূখ। ঈদ উপহার বিতরণ শেষে অতিথিবৃন্দরা কমিশনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে অংশনেন।