নরসিংদীর বেলাবতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন রংমেস্ত্রী গিয়াস উদ্দিন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর জিজ্ঞাসাবাদে স্ত্রী ও সন্তানদের হত্যার কথা স্বীকার গিয়াস উদ্দিন।
পুলিশ জানায়, রবিবার দুপুরের পর উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত তিনজন হলেন গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান রাব্বি শেখ (১২) ও রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম এলাকায় কাপড় সেলাইয়ের দরজি হিসেবে পরিচিত। রাব্বি স্থানীয় একটি মাদরাসার ঝরে পড়া ছাত্র ও রাকিবা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
গিয়াস উদ্দিন শেখ (৪৫) বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কাপাসিয়ার আড়াল এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টেন্ডারের মাধ্যমে রঙের কাজ করেন। তিনি বেশির ভাগ সময় গাজীপুরে অবস্থান করেন। আর দুই সন্তানকে নিয়ে রাহিমা বেগম গ্রামের বাড়িতে থাকতেন। শনিবার (২১ মে) বিকালে গিয়াস উদ্দিন গাজীপুরের কর্মস্থলে যান। স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি রবিবার সকালে গাজীপুর থেকে বাড়িতে যান।
রবিবার (২২ মে) পিবিআইয়ের জেলা পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘আটকের পর গিয়াস উদ্দিন শেখ জিজ্ঞাসাবাদে মৌখিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দেন। ক্রিকেট ব্যাট দিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আমরা এখন তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ব্যাটসহ অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা করছি। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিস্তারিত জানানো হবে।’