1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তাকারীদের বিচার চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৪৫ পাঠক

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় নারী কল্যাণ সংস্থা মাদারস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় নরসিংদী রেলস্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। এতে অ্যাকশন এইড বাংলাদেশ, আমরাই পারি, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, নারী নিরাপত্তা জোট, উইক্যান ইন্টারন্যাশনালসহ বেশ কিছু নারী সংগঠনের নেতারা যোগ দেন। তারা তরুণী হেনস্তার নিন্দা জানিয়ে নারীদের নিরাপত্তার দাবি জানান।

ফেসবুকে তরুণীকে হেনস্তার ভিডিওটি গত ১৯ মে বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে। নরসিংদী রেলওয়ে স্টেশনে তার আগের দিন ভোরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযুক্তগে মার্জিয়া আক্তার নামে এক ষাটোর্ধ নারীকে রোববার রাতে এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে তরুণীকে হেনস্তার প্রতিবাদ জানিয়ে নিজেদের পছন্দের পোশাক পরে নরসিংদী রেলস্টেশনে ঘুরে বেড়িয়েছেন একদল তরুণী। তাদের কারও পরনে ছিল জিন্স-টিশার্ট, আবার কেউ পরেছেন ট্রাউজার-টপস।

বৃহস্পতিবার (০২ জুন) মানববন্ধনে বক্তব্য রাখেন রাবেয়া বেগম, জিন্নাত আরা হক, সুরাইয়া পারভীন, মারজিয়া প্রভা, আফসানা বিনতে আমিন, রুহী নাজ,মমতাজ আরা বেগম, জামিলা সুলতানা, তুহিন সুলতানা ও ফাহিমা খাতুন ও নুরুন্নাহার বেগম।

এতে আমরাই পারির প্রধান নির্বাহী জিন্নাত আরা হক বলেন, ‘নরসিংদী রেলস্টেশনে প্রায় ৫০টি সংগঠন তরুণী হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছি। এই আন্দোলনের মাধ্যমে দেশে প্রতিটা নির্যাতিত নারীর পাশে আমরা দাঁড়াতে চাই।’

তিনি আরও বলেন, ‘স্টেশনে তরুণীকে যৌন হয়রানির প্রতিবাদে আমরা ঢাকা থেকে এসেছি। আজ নরসিংদীর মানুষ নিয়ে এই মানববন্ধনে অংশ নিয়েছি। হেনস্তাকারী প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অংশ নেয়া মমতাজ আরা বেগম বলেন, ‘নরসিংদীর স্টেশনে যে নারী হেনস্তার শিকার হয়েছেন, তিনি একজন মানুষ। একজন মানুষ আরেকজনকে বুঝিয়ে কথা বলতে পারে। কিন্তু শ্লীলতাহানি করতে পারে না। আমরা ভিডিওতে দেখেছি, যেভাবে ওই তরুণীকে টানা-হেঁচড়া করেছে, এটা কোনো বিবেকবান মানুষ বরদাস্ত করবে না। আমারা এর তীব্র প্রতিবাদ জানাই।’

বক্তব্যে জামিলা সুলতানা বলেন, ‘স্টেশনে তরুণী হেনস্তার ঘটনা নারীসমাজের সবাইকে কলঙ্কিত করেছে। আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। এই হেনস্তাকারীদের বিরুদ্ধে আমরা ঐক্য গড়ে তুলতেই আজ নরসিংদী স্টেশনে এই মানববন্ধনের আয়োজন করছি। অপরাধী যেই হোক, প্রশাসন দ্রুত সবাইকে বিচারের আওতায় আনবে বলে আশা করি।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD