জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ, আজীবন দাতা সদস্য ডা. খালেদা আক্তার তন্বী, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খোকন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের সামনে আমাদের একটি মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে পরিচিত করতে হবে।