জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে আড়াইহাজার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। সমিতির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু শোকাবহ ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে গেছে। বিশ্বের কাছে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আলোচনা সভা শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।