1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৬৩ পাঠক

নরসিংদীর পলাশে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ নাইম মিয়া (২৬) ও আরমান হোসেন (১৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-মামুন ও এসআই শাহ আলমের নেতৃত্বে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাইম মিয়া জিনারদী ইউনিয়নের উত্তরচন্দন গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও আরমান হোসেন চৌতুরপর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম জিনারদী ইউনিয়নের বরাব গ্রামে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ নাইম মিয়া ও আরমান হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মামলা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত নাইম মিয়ার বিরুদ্ধে পূর্বেই একাধিক মাদক মামলা রয়েছে।



এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD