1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় বাড়ির উঠানে হাঁস যাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫১ পাঠক

নরসিংদী রায়পুরায় প্রতিপক্ষের হাঁস বাড়ির উঠানে আসায় ৬২ বছর বয়সী আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ৫২ বছর বয়সি শিশু মিয়া রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কাপাসিয়া দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব-১১ সিপিএসসি, নরসিংদী।

র‍্যাব-১১ জানায়, গোয়েন্দা সূত্রে জানা যায় যে, নরসিংদীর রায়পুরাতে আব্দুল মান্নানের সাথে বেনু মিয়ার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেনু মিয়ার হাঁস আব্দুল মান্নানের উঠানে আসায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঘটনার দিন ৬ সেপ্টেম্বর সকাল সাতটায় বাজারের রাস্তায় চলাচলের সময় আব্দুল মান্নানকে শিশু মিয়ার নেতৃত্বে তার ভাই ভাতিজা সহ সাত-আটজন পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় রায়পুরা থানায় ৭ সেপ্টেম্বর নিহত আব্দুল মান্নান এর মেয়ে রাকিবা আক্তার একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই গ্রেপ্তার এড়ানোর জন্য শিশু মিয়া গাজীপুরের কালীগঞ্জে পালিয়ে থাকে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামীদের গ্রেপ্তারের জন্য র‍্যাবকে অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন দুর্বাটি এলাকা থেকে শুক্রবার ৯ সেপ্টেম্বর রাত ২:৩০ মিনিটে মামলার প্রধান আসামি শিশু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, আসামীকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD