নরসিংদীতে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭৬তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালন করেছে সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস এন্ড সার্জন (সাস) নরসিংদী। বুধবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ এর সহযোগিতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রফেসর ডা. এসএম মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. সুখ রঞ্জন দাস।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমএ নরসিংদীর সাবেক সভাপতি ডা. গোলাম দস্তগীর, সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, প্রফেসর ডা. সুবিনয় কৃষ্ণ পাল, ডা. এএনএম মিজানুর রহমান, ডা. একরামুল হক সজল, অর্থোপেডিক সার্জন ডা. এহতেশামুল হক, বিএমএ নরসিংদীর নেতৃবৃন্দ ও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দসহ ১২০জন চিকিৎসক। ডা. পলি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. আবু কাউসার সুমন।