1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ পাঠক

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরার দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হওয়ায় খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

উপজেলার মির্জাচর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়া এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন ট্রাকচালক হলেন, বগুড়া শিবগঞ্জের বালিকান্দা গ্রামের ২১ বছর বয়সী আবু হাশেম ও ভোলার চরফ্যাশনের উত্তর চরমণ্ডল গ্রামের ২৮ বছর বয়সী মো. মফিজুল পাটোয়ারী। আবু হাশেম টাইলসবোঝাই ট্রাকের ও মো. মফিজুল পাটোয়ারী পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন। আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানান, আজ সকালে মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকামুখী শাহ সিমেন্টের পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিলেটমুখী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ সিমেন্টের ট্রাকের চালাক মারা যায়। অপর ট্রাকটির চালক ভেতরে আটকা পড়ে। আহত হয় আরও একজন।

পরে ফায়ার সার্ভিস বেলা ১১টার দিকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘নিহত দুজনের মরদেহ ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খোঁজ দেয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।’



এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD