1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

টাইব্রেকে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে ক্রোয়েশিয়া

স্পোর্ট ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২১০ পাঠক

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকে।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া ও ব্রাজিলের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে নেইমারের গোলে ব্রাজিল এগিয়ে গেলেও ব্রুনো পেটকোভিকের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে সমতায় ফিরলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। ৪-২ গোলের ব্যাবধানে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ পর্যন্ত সেমি ফাইনাল নিশ্চিত করেছে গত বারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

অন্যদিকে গত ২০ বছরেও বিশ্বকাপে ইউরোপের কোনো দেশের বিপক্ষে জয়ের দেখা পেল না ব্রাজিল।

প্রথমার্ধে অনেকটা গুটিয়ে থাকলেও বিরতির পর একের পর এক আক্রমণে যায় ব্রাজিল। ক্রোয়েট ফুটবলাররাও পাল্টা আক্রমণে গোলের চেষ্টা করতে থাকে। গোলের দেখা না পাওয়া ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল; অন্যদিকে এশিয়ান জায়ান্ট জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের চতুর্থ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়স সুযোগ ছিল গোল পাওয়ার, তবে দুর্বল শট হওয়ায় সহজেই গ্লাভস বন্দি করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ।

প্রথম ১০ মিনিট ব্রাজিল চাপে রাখলেও ১২তম মিনিটে পাল্টা আক্রমণে যায় ক্রোয়েশিয়া। ডিফেন্ডার জোসিপ জুরানোভিচ ডি-বক্সের ভেতরে বল পাঠালে তা পায়ে লাগাতে পারেননি ক্রোয়েশিয়ার কোনো খেলোয়াড়।

ম্যাচের ২৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শট নেন কাসেমিরো। প্রতিপক্ষের গায়ে লেগে কর্নার হলেও সেখান থেকে সুবিধা নিতে পারেনি ব্রাজিল। এর দুই মিনিট পর জুরানোভিচকে ফাউল করার কারণে হলুদ কার্ড পান ব্রাজিলের ডিফেন্ডার দানিলো।

ক্রোয়েশিয়া ফ্রি কিক পেলে শট নেন লুকা মড্রিচ। তবে থিয়াগো সিলভা তার তা রুখে দেন। ২৮তম মিনিটে মাঝমাঠ থেকে ব্রাজিল ফ্রি কিক পায়। তবে গোল হয়নি। এর তিন মিনিট পর নেইমারকে ফাউল করার কারণে মার্সেলো ব্রোজোভিচকে হলুদ কার্ড দেখান রেফারি।

এর পর বেশ কয়েকবার চেষ্টা করেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরিতিতে যায় দুই দল।

দ্বিতীয়র্ধের শুরুটা দারুণ করে ব্রাজিল। বক্সের ভেতর দারুণ জায়গায় বল পেয়েও গোল করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র।

৪৭তম মিনিটে রাফিনহা বল বাড়ালে প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে বল পোস্টে গেলেও তা দারুণভাবে ঠেকিয়ে দেন ডমিনিক লিভাকোভিচ। এর মিনিট খানেক পর নেইমারের নেয়া শট আটকে দেয় ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা।

৫৫তম মিনিটে রিচার্লিসনের কাছ থেকে বল পেয়ে শট করেন নেইমার। তবে এবারও অসাধারণ সেভে দলকে রক্ষা করেন ডমিনিক লিভাকোভিচ। পরের মিনিটেই কোচ তিতে রাফিনহার পরিবর্তে মাঠে নামান ফরোয়ার্ড অ্যান্টোনিকে।

৬২তম মিনিটে দারুণ এক আক্রমণে যায় ক্রোয়েশিয়া। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি। নির্ধারিত সময়ে একের পর আক্রমণ ঠেকিয়েছে গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। দুই অর্ধেক মিলিয়ে তিনি ৮টি সেভ করেন।

৮৪তম মিনিটে রিচার্লিসনের বদলি নামান পেড্রোকে। ম্যাচের ৮৬ মিনিটে কর্নার পায় ব্রাজিল। তবে তা থেকে কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD