মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালিত মানবতার হোটেলে এক বেলা খাবার খেতে ভিড় জমান পথচারী সহ দুস্থ মানুষ।
নতুন বছরের প্রথমদিন রোববার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে এই আয়োজন করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম।
এর আগে ডিসেম্বরের মাসে শুরু হয় মানবতার হোটেলের কার্যক্রম। এই ধারাবাহিকতায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্যাস্ততম বাসস্ট্যান্ড পাঁচদোনা মোড়ে মত অসহায়, গরীব দুস্থ ও পথচারীসহ সকলেরর জন্য এক বেলা খাবারের আয়োজন করেন সংগঠনটি।
এতে বিশিষ্ট শিল্পপতি নরসিংদী চেম্বারের পরিচালক ও মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমানে সভাপতিত্বে এই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন পাঁচদোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সহ ফোরামে অন্যান্য কর্মকর্তাগণ ।
জানা গেছে, প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের দ্বিতীয় দিন এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ মানতার হোটেল। মাসে একদিন বা দুইদিন এক বেলা খাবার বিতরণ করা হবে মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয়েছে। তবে সবাই আমাদের খাবার খেতে পারবেন।