1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

২০২২ সালের সেরা খেলোয়াড় মেসি

স্পোটর্স ডেস্ক । নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ পাঠক

২০২২ সালের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে নির্বাচিত করলো ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানভিত্তিক ফেডারেশন (আইএফএফএইচএস)।

১৯৮৮ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। তবে ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যুক্ত ছিল তারা। কিন্তু ২০২০ সাল থেকে আবার আলাদা ভাবে পুরস্কারটি দেওয়ার প্রথা চালু করে সংগঠনটি। ২০২০ সালের পর ২০২১-এও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবের্ত লেভানদোভস্কি। তবে এবার তা উঠল মেসির হাতে।  

২৭৫ ভোট নিয়ে পুরস্কার পাওয়ার তালিকায় শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে (৩৫ ভোট), করিম বেনজেমা (৩০) , লুকা মদ্রিচ (১৫) ও আরলিং হালান্ডকে (৫)।

২০২২ সালে দুর্দান্ত এক বছর কাটিয়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫১ ম্যাচে ৩৫টি গোলের পাশাপাশি ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি। প্রতি ৬৯ মিনিটে একটি করে গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। এই পারফরম্যান্সে পিএসজির হয়ে লিগ ওয়ান জিতেছেন এবং বছরের শেষ দিকে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জনের দেখা পেয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে সাত গোল ও তিন অ্যাসিস্টের করায় গোল্ডেন বলের পুরস্কারটাও তার হাতে উঠে।

এদিকে, আইএফএফএইচএস আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন মেসি। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে এবং সেরা গোলকিপার হয়েছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD