নরসিংদীর রায়পুরার নিলক্ষায় দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে ইব্রাহিম মিয়া (৪০) নামে এক ব্যক্তির কবজি কেটে দিয়েছে প্রতিপক্ষ। ওই সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে আরও একজন। খবর -কালবেলা
বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং নরসিংদী জেলা পরিষদের সদস্য রাজীব সরকারের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীরগাঁও এলাকার আবদুল হক গ্রুপের সঙ্গে তারই শিষ্য রাজীবের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরেই বৃহস্পতিবার বিকেলে আবদুল হক গ্রুপের লোকজন রাজীব সরকার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়।
এতে একজনের কবজি বিচ্ছিন্নসহ দুজন গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিলক্ষা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম বলেন, হামলার খবর পেয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।
রায়পুরা থানার এসআই আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।