‘তামাক ও মাদক মুক্ত থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ এই শ্লোগানে নরসিংদীর মনোহরদীতে তামাক, মাদক ও সন্ত্রাস বিরোধী সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের বিষয়ে সচেতন করতে ব্যতিক্রম এই উদ্যোগ নেয় মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শনিবার বিকেলে মনোহরদী সরকারী কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, ধামরাই পৌরসভার মেয়র মো. গোলাম কবির, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, সিংগাইর পৌর মেয়র ফেরদৌস আহমেদ, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষার, রায়পুরা পৌর মেয়র জামাল আহমেদ, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. আঃ রউফ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।
শিল্পমন্ত্রী বলেন, সকল অপরাধের মা হলো মাদক, তরুন প্রজন্ম ও যুব সমাজকে সুরক্ষিত রাখতে এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। একাজে সকলকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।’
মন্ত্রী আরও বলেন, ‘যুবকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ। মাদকের ছোবল থেকে তাঁদের বাচাতে সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের স্থান থেকে আপনারা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ পুলিশকে সহায়তা করলে অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব হবে। ২০৪১ সালের ভিশন ত্বরান্বিত করতে হলে নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, ‘বর্তমানে মাদক সব বয়সী ও সকল শ্রেণিপেশার মানুষের মাঝেই দেখা যাচ্ছে। আর এর মাঝে তরুণ প্রজন্মের সংখ্যা সবচেয়ে বেশি। তাই তরুণ প্রজন্মের মাঝে মাদক বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পৌরসভার উদ্যোগে সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে।’