1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বিএনপি আসলে নারীরা আর ফুরফুরে মেজাজে ঘুরতে পারবেন না: কাদের

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ পাঠক

বিএনপিকে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হাকডাক দিয়ে সরকার পরিবর্তন হবে না।

রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা্ বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, মহিলারা এখন তো ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ান। বিএনপি-জামায়াত আসলে এটা পারবেন না। আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয় না, স্কুলে পরতে দেয় না, হিজাব ছাড়া বের হতে পারে না। এরা নির্বাচিত হলে তেমন হবে। আগে সন্তানের নামের পরিচয়ে বাবার নাম ছিলো। এখন মায়ের নামও থাকবে। এই পরিচয় কে দিয়েছে। শেখ হাসিনার সরকার দিয়েছে। নারীদের সম্মান দিয়েছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে উদ্দেশে বলেন, খালি মাঠে গোল দিতে চাই না নির্বাচনে আসুন। পরিবর্তন চাইলে নির্বাচনে আসেন। এখনও বলছি ভোট না দিলে আমরা নাই। জনগনের ভোটেই পরিবর্তন হবে।

বিএনপির আন্দোলনকে পিপীলিকার পাখা গজানোর সঙ্গে তুলনা করেন আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির আন্দোলনে স্রোত হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন এখন গুরুতর আহত। ক্ষমতার ময়ুর সিংহাসন ফিরে পেতে তারা মরিয়া হযে পড়েছে। এত লাফালাফি করছেন। তত্ত্বাবধায়েকর দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

খুব শিগগিরই বিএনপির আন্দোলনের পতন ঘটবে বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ১০ ডিসেম্বরের এতো আওয়াজ, এতো লাল কার্ড কোথায় গেল। সব গোলাপবাগের গরুর হাটে। বিএনপি আন্দোলন গুরুতর আহত। মাঝে মাঝে মনে হয় পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এতো লাফালাফি পতনটা নিজেদেরই হবে। অপেক্ষা করুন। ধৈর্য্য ধরুন।

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঠিক করা আছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, কর্মসূচি আমরা করে যাবো আগামী নির্বাচন পর্যন্ত। কোনো পাল্টাপাল্টি নয়। আমরা এক বছরের কর্মসূচি দিয়ে রেখেছি, কখনো শান্তি সমাবেশ, কখনো সম্মেলন, কখনো গণসংযোগ। সমাবেশগুলোতে নেতাদের বড় বড় পোস্টার দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। কে আগামী নির্বাচনে মনোনয়ন পাবে তার আমলনামা শেখ হাসিনার কাছে জমা আছে। প্রতি ছয় মাসে তিনি রিপোর্ট নেন। সব এলাকার। সব খবর তার কাছে আছে। কাকে দিলে মানুষ ভোট দেবে। ওই রিপোর্টে ভোট আসবে, ব্যানারের ছবি মুছে যাবে।

বিএনপি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচির মধ্যে সিরাজগঞ্জে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে এতো ভাবনার দরকার নাই। বিচলিত হবো না। গতকাল ইউনিয়ন পর্যায়ে সারাদেশে পদযাত্রা। কয়টা ইউনিয়নে তাদের পদযাত্রা হয়েছে? পদযাত্রায় দেখলাম আবারো আগুন সন্ত্রাস। ১৭/১৮টা মোটর সাইকেলে সিরাজগঞ্জে কারা পোড়াল? এরা হলো বিএনপির ক্যাডার, এরা হলো সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না। এই বিএনপি সাম্প্রদায়িকতার পৃষষ্ঠপোষক, জঙ্গিবাদের ঠিকানা।

মন্ত্রী কাদের বলেন, বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতি চ্যাম্পিয়ান করে ভুয়া ভোটার তালিকা করে জরুরী সরকার এনেছিলো। তত্ত্বাবধায়ক সরকার এসেছিলো। দুই বছরেও যায় না। পাবলিক ক্ষেপে গেছে। শেখ হাসিনার মুক্তি আন্দোলনে ২৫ লাখ লোক স্বাক্ষর দিয়েছিলো এই শহরের মানুষ।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে ভুয়া দাবি আখ্যা দিয়ে কাদের বলেন, পদযাত্রা পতন যাত্রা। এটাও ভুয়া। লোক কমে যাচ্ছে। মিছিলে প্রস্থে লোক বাড়ে, লম্বায় কমে গেছে। তারমানে সব নেতা। সামনে নেতা পেছনে কর্মীরা চলে যাচ্ছে। কতো স্বপ্ন দেখিয়ে কর্মীদের হাড়ি-পাতিল-লোটা-কম্বল-মশারী সব নিয়ে পাতিলের পর পাতিল খাবার তৈরি হয়েছে মির্জা আব্বাসের ওখানে। সেসব কোথায় গেলো।

তিনি বলেন, মির্জা ফখরুলেল মন ভালো নেই। তারেক রহমানের আসল লোক আমির খসরু। মির্জা ফখরুল কি করবে? সংসদ সদস্য হয়ে ধমকের চোটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বড় দলের মহাসচিব পদ এই লোভ সামলায় কতোজন? বিএনপি-জামাত ক্ষমতায় এলে নারীদের স্বাধীনতা থাকবে না।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন। ক্ষমতায় যেতে গেলে নির্বাচনে আসতে হবে। জনগণ নির্বাচনে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদায় করবে।

সভাপতিমন্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব বিলীন হবে। আওয়ামী লীগ যখন দেশে উন্নয়ন করছে, বিএনপি তখন ষড়যন্ত্র করছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD