ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ওজসিকি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের প্রধান নিজেই একটি ব্লগে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা নীল মোহন দায়িত্ব গ্রহণ করবেন।
পদত্যাগের কারণ জানাতে গিয়ে ৫৪ বছর বয়সী ওজসিকি বলেন, পারিবারিক, স্বাস্থ্যগৎ কারণের পাশাপাশি ব্যক্তিগত প্রকল্পগুলোর ওপর মনযোগ দিতে আমি উৎসাহী।
২০১৪ সালে ইউটিউবের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন ওজসিকি। এর আগে তিনি গুগল ও ইনটেলের হয়ে কাজ করেছেন।