নরসিংদীতে রায়পুরা উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে লায়লা কানিজ লাকি ও মির্জাচর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজা আক্তারকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।
লায়লা কানিজ লাকি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের স্ত্রী মাহফুজা আক্তার। উপনির্বাচনে মনোনীত দুজন প্রার্থীই নারী। এটিকে বড় চমক বলছেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারা।
জানা গেছে, রায়পুরা উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকার টিকিট পেতে ফরম কিনেছিলেন একাধিক প্রার্থী। তাঁরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামছুল হক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য হুমায়ুন কবির মনির।
মনোনয়ন পাওয়ার পর দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন দুই নারী প্রার্থী লায়লা কানিজ লাকি ও মাহফুজা আক্তার।
জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক এবং একই মাসের ১৩ তারিখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক। পরে দুটি শূন্য পদে গত ২৩ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার।
মির্জাচর ইউনিয়ন পরিষদে আগামী ১৩ মার্চ এবং উপজেলা পরিষদে ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।