নরসিংদী সদর উপজেলায় আগামী ১৬ মার্চ মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইউনিয়নে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা: এনামূল হক শাহীন এর সমর্থনে শুক্রবার (৩ মার্চ) বিকালে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ডা: এনামূল হক শাহীন বলেছেন দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে পুনরায় নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ দলের প্রতি। এই ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ইউনিয়নের ১নং ওয়ার্ড দামের ভাওলা গ্রামে এই উঠান বৈঠকে মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসুল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শোয়েব রায়হান, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. দ্বীন মোহাম্মদ, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মনির, মহিষাশুড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় প্রমূখ। উঠান বৈঠক শেষে আওয়ামীলীগ নেতাকর্মীরা রাত ৯টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষের ধারে ধারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চান।