1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ঘোড়াশাল সার কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫০ পাঠক

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টুরি (পিএলসি)তে কর্মরত ৭১ জন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। রবিবার (৫মার্চ) সকালে উপজেলার ঘোড়াশাল-পলাশ সার কারখানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে বক্তব্য রাখেন ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আমিনুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, গত ২ মার্চ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৭১ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ পূর্বে কোনো প্রকার নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে ছাঁটাই করেছে।

তারা দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরীর ভিত্তিত্বে কাজ করে আসছিল। নিয়ম বহিভুত তাদের চাকুরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছে। ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ সহ সাংসারিক খরচ যোগাবে কি করে তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন শ্রমিকরা। তাই, আগামী ৭২ ঘন্টার মধ্যে ছাটাইকৃত নোটিশ বাতিল করে অবিলম্বে সব প্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।



এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD