নরসিংদীর পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের পক্ষ থেকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, ইমাম ও শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার(১১ মার্চ) সকালে চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেখা হয়। চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার, শিক্ষক প্রতিনধি সুলতান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হোসেন মন্টু প্রমূখ।