নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে এই অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত সভাপতি আব্দুল মোমেন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ফকির ডাইং এর এম,ডি আলহাজ্ব মোঃ ইউনুছ ফকির।আরো ছিলেন মোঃ রফিকুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার নরসিংদী সদর, গোলাম ফারুক ´উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেঘনা কুমিলা, সাইফুল হক স্বপন চেয়ারম্যান নজরপুর ইউনিয়ন পরিষদ, মোবারক হোসেন ফকির এ,এস, পি অঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মোঃ আরিফুল ইসলাম সহ কারী উপজেলা শিক্ষা অফিসার প্রমূখ।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনোমোগ্নকর মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে ডিসপ্লে দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপারের সৌজন্যে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।